সুশাসন ও সততার ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকারে বাংলাদেশ জাগ্রত পার্টির আত্মপ্রকাশ।
সুশাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ও সামাজিক দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাগ্রত পার্টি (বাজাপ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। (বৃহস্পতিবার ২৮ নভেম্বর) ঢাকা জাতীয় প্রেস ক্লাবের হল রুমে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলটি তাদের প্রতিষ্ঠার ঘোষণা দেয়।
বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল খান জানান, এই দলটি একটি সৎ, নিরপেক্ষ এবং জনগণের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিশীল সংগঠন। দলটির প্রধান উদ্দেশ্য হলো সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। সেই শূন্যস্থান পূরণে আমাদের লক্ষ্য সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা তৈরি করা।"
দলটি আরও উল্লেখ করে যে, তারা দেশের সকল ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শন এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষার অঙ্গীকার করেছে। রাজনৈতিক ও সামাজিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সুশাসিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
বাংলাদেশ জাগ্রত পার্টির ঘোষিত মূলনীতি অনুযায়ী, তারা সবার জন্য সমান অধিকার, স্বাধীনতা এবং সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।
দলটি ধর্মীয় মূল্যবোধের উপর বিশেষ গুরুত্বারোপ করেছে। তাদের মতে, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং ধর্মীয় সহনশীলতা নিশ্চিত করতে সবাইকে ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
বাংলাদেশ জাগ্রত পার্টি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, "আমাদের সঙ্গে যুক্ত হয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্রিয় হোন।"
বিজ্ঞপ্তিতে দলটি বিশেষভাবে উল্লেখ করে, তারা দেশের সার্বিক উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য জনমতকে কাজে লাগাবে।
এসময় অনুষ্ঠানে দলটির মহাসচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল খান।