সরকারের পদত্যাগের এক দফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বানে চলমান কর্মসূচি আরও দুদিন বাড়িয়েছে বিএনপি। নতুন ঘোষণা অনুযায়ী বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর রোববার ও পরদিন সোমবার একই দাবিতে তাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পুলিশি অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১৩ দফা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর লিফলেট ও গণসংযোগ কর্মসূচি দেয়। পরে তা দুদিন বাড়ানো হয়, শনিবার শেষ হচ্ছে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি- অনেকেই এ দুটি দিন নানাভাবে উৎসব করেন, উপভোগের চেষ্টা করেন। বাংলাদেশে পরিস্থিতি ভিন্নরকম। এখানে মানুষের মনে আনন্দ নেই। দেশ একটি আতঙ্কের মধ্যে।
‘তারপরও বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কথা ভেবে দুদিন আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। বিএনপিসহ সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।’
রিজভী বলেন, ‘সরকারের পদত্যাগের এক দফার আন্দোলন ত্বরান্বিত হচ্ছে। দেশের প্রতিটি মানুষ এখন আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। হাটে-মাঠে, খেত-খামারে, বাজারে-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনেছেন এবং সমর্থন দিচ্ছেন।
‘কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি এবং গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার ২০১৩-১৪-১৫ সালে যেভাবে ষড়যন্ত্র করেছে, সেটি আবারও করছে। পুলিশ হয়রানি করছে, গ্রেপ্তার ও মামলা দিচ্ছে।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। নির্বাচন সামনে রেখে নীলনকশার বাস্তবায়ন করা হচ্ছে। দেশকে নিয়ে গভীর ও ভয়ানক চক্রান্ত চলছে। দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পুলিশি অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১৩ দফা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর লিফলেট ও গণসংযোগ কর্মসূচি দেয়। পরে তা দুদিন বাড়ানো হয়, শনিবার শেষ হচ্ছে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি- অনেকেই এ দুটি দিন নানাভাবে উৎসব করেন, উপভোগের চেষ্টা করেন। বাংলাদেশে পরিস্থিতি ভিন্নরকম। এখানে মানুষের মনে আনন্দ নেই। দেশ একটি আতঙ্কের মধ্যে।
‘তারপরও বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কথা ভেবে দুদিন আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। বিএনপিসহ সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।’
রিজভী বলেন, ‘সরকারের পদত্যাগের এক দফার আন্দোলন ত্বরান্বিত হচ্ছে। দেশের প্রতিটি মানুষ এখন আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। হাটে-মাঠে, খেত-খামারে, বাজারে-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনেছেন এবং সমর্থন দিচ্ছেন।
‘কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি এবং গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার ২০১৩-১৪-১৫ সালে যেভাবে ষড়যন্ত্র করেছে, সেটি আবারও করছে। পুলিশ হয়রানি করছে, গ্রেপ্তার ও মামলা দিচ্ছে।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। নির্বাচন সামনে রেখে নীলনকশার বাস্তবায়ন করা হচ্ছে। দেশকে নিয়ে গভীর ও ভয়ানক চক্রান্ত চলছে। দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে।’