রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:-
রামগঞ্জ ঈগল সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রায় ১০জনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারের উত্তরে সেলিম মাষ্টার বাড়ির সামনে।
আহত চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন দেলু, সিএনজি ড্রাইভার তাজুল ইসলাম, ঈগলের কর্মি রাছেল হোসেন, দুলাল খলিফা,জুয়েল হোসেন, হানিফ মিয়া, রুবেল হোসেন, আব্দুল মোতালেব, বিল্লাল হোসেন ফজলু সহ প্রায় ১০জনকে আহত করেছেন।
আহতদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ সময়ে একটি নতুন সিএনজিকে ধারালো দা দিয়ে কুপিয়ে ভেঙ্গে ফেলেছে।
সৃষ্ট ঘটনায় দেলোয়ার হোসেন দেলু রির্টানিং অফিসার সহ নির্বাচন মনিটরিং সেল কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।
চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু বলেন ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হাবীবুর রহমান পবন এর ঈগল প্রতিকের কর্মিরা আমার সাথে স্বাক্ষাতকার শেষে বাড়ি ফেরার পথে নাগমুদ বাজার উত্তরে সেলিম মাষ্টার বাড়ির সামনে ৫/৬ টি মোটরসাইকেল যোগে আমাদের গাড়ির গতিরোধ করেন। পরেই সকলের উপর অর্তকিত হামলা ঘটনা ঘটিয়েছে।
ওই সময়ে দুর্বুত্তরা ভোটের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিয়েছেন।
তিঁনি আরও জানিয়েছেন তাহাকে প্রাণনাসের হুমকি দিয়েছেন।
ঈগল প্রতিকের প্রার্থী হাবীবুর রহমান পবন বলেছেন নাগমুদ,করপাড়া পাড়া, নোয়াগাঁও সহ কয়েকটি স্থানে প্রচারণা মাইক সহ গাড়ী ভাংচুর, নেতাকর্মীদের উপর হামলা ঘটনা ঘটিয়েছে নৌকার সমর্থনে নেতাকর্মীরা।
আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি। সুষ্ঠু নির্বাচন পরিবেশ নষ্ট করেছেন।এ বেপারী নৌকার মনোনীত প্রার্থীকে একাধিক চেষ্টা করে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি