লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ হামলা চালিয়ে সপ্তাহখানেক আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’ করলো ইসরাইল।
লেবানিজ কর্তৃপক্ষের বরাতে সোমবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্ত সংস্থা রয়টার্স।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি সেনাবাহিনী ও লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের অবসান ঘটেছে। গত ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, ইসরাইল লেবাননে বেসামরিক, সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না। অন্যদিকে লেবাননও হিজবুল্লাহসহ যেকোনো সশস্ত্রগোষ্ঠীকে ইসরাইলে হামলা চালাতে বাধা দেবে।
তবে এরইমধ্যে যুদ্ধিবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে দক্ষিণ লেবাননের শহর মারজায়ুনে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত হয়েছে।
অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী বলেছে, ইসরাইলি ড্রোন হামলায় তাদের একজন সদস্য নিহত হয়েছে। নিহত ওই সদস্য সীমান্ত থেকে ১২ কিলোমিটার দূরে নাবাতিহে দায়িত্বরত ছিলেন। এসব যুদ্ধবিরতির ‘প্রকাশ্য লঙ্ঘন’।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ার সীমান্তের কাছে উত্তর-পূর্ব লেবাননে একটি ইসরাইলি ড্রোন সেনাবাহিনীর বুলডোজারে আঘাত করেছে। এতে একজন সেনা আহত হয়েছে।তবে, ইসরাইলি সামরিক বাহিনী মারজায়ুন এবং নাবাতিহের বিষয়ে তাৎক্ষণিক জবাব দেয়নি।
লেবানিজ কর্তৃপক্ষের বরাতে সোমবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্ত সংস্থা রয়টার্স।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি সেনাবাহিনী ও লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের অবসান ঘটেছে। গত ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, ইসরাইল লেবাননে বেসামরিক, সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না। অন্যদিকে লেবাননও হিজবুল্লাহসহ যেকোনো সশস্ত্রগোষ্ঠীকে ইসরাইলে হামলা চালাতে বাধা দেবে।
তবে এরইমধ্যে যুদ্ধিবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে দক্ষিণ লেবাননের শহর মারজায়ুনে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত হয়েছে।
অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী বলেছে, ইসরাইলি ড্রোন হামলায় তাদের একজন সদস্য নিহত হয়েছে। নিহত ওই সদস্য সীমান্ত থেকে ১২ কিলোমিটার দূরে নাবাতিহে দায়িত্বরত ছিলেন। এসব যুদ্ধবিরতির ‘প্রকাশ্য লঙ্ঘন’।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ার সীমান্তের কাছে উত্তর-পূর্ব লেবাননে একটি ইসরাইলি ড্রোন সেনাবাহিনীর বুলডোজারে আঘাত করেছে। এতে একজন সেনা আহত হয়েছে।তবে, ইসরাইলি সামরিক বাহিনী মারজায়ুন এবং নাবাতিহের বিষয়ে তাৎক্ষণিক জবাব দেয়নি।