সুমন গাজী:-
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে রুমানা আলী টুসির নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে কাওরাইদ ইউনিয়নের যোগীরছিট গ্রামে ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো: সাফায়েত হোসেনের আয়োজনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও কাওরাইদ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: লিটন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মন্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন, মো: শারফুল ইসলাম, মো: তাজউদ্দীন, মফিজ উদ্দিন মাস্টার,মো: জর্জ মিয়া, মিজান মিয়া সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
আলোচনা সভায় নেতা কর্মীরা বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করবো।অ্যাডভোকেট রহমত আলী সাহেবের কন্যা রুমানা আলী টুসিকে আগামী ৭ই জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেয়ার মাধ্যমে বিজয়ী করব।