অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ঘন কুয়াশা, শৈতপ্রবাহ আর কনকনে ঠান্ডায় কাপছে দিনাজপুরের ফুলবাড়ী। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ছিল গত বুধবার (৩ জানুয়ারি)।
তবে গত মঙ্গলবারের (২ জানুয়ারি) তুলনায় দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। মঙ্গলবার (২জানুয়ারি) তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।উত্তরীয় হিসেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা। এদিকে ঘন কুয়াশা থাকায় বিঘ্নিত হচ্ছে বিভিন্ন যানবাহন চলচল। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আদ্রতা ৯৬ শতাংশ এবং বাতাসের গতি শূন্য নটস।একইভাবে সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ৮৩ শতাংশ এবং বাতাসের গতি ০১ নটস। দিনের তাপমাত্রা ঠিক থাকলেও রাতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর।
দু’দিন থেকে উত্তরীয় হিমেল বাতাসে সবচেয়ে কষ্টে পড়েছেন দিনমজুর ও ক্ষেতমজুরসহ কর্মজীবী মানুষ। রাতে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সকালে কাজের সন্ধানে ছুটে চলা মানুষজন পড়েছেন চরম ভোগান্তির মুখে। তীব্র ঠান্ডায় সবজি ক্ষেত ও বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা নিয়ে দুঃচিন্তায় পড়েছেন বোরো চাষিরা উপজেলা অগ্রাবাড়ী গ্রামের শ্রমিক সাগর রায় বলেন, দুইদিন থেকে খুব ঠান্ডা। সকালে বাইসাইকেল চালানো যাচ্ছে না।সকালে সাইকেল চালালে মনে হচ্ছে জীবন বাহির হয়ে যাবে। ঠান্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে।
উপজেলার গোপালপুর গ্রামের বর্গাচাষি যোতিশ চন্দ্র রায় বলেন, শীতকালে আমাদের মতো মানুষের খুব কষ্ট। কারণ মানুষ ঘুম থেকে উঠে আমাদের মাঠে যেতে হয়। ঠান্ডায় মাঠে কাজ করা অনেক সমস্যা। কি আর করার কাজ না করলে তো আর জীবন চলবে না।
মাইক্রোবাস চালক কামাল চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে যানবাহন চালানো খুব কষ্টকর হয়ে পড়েছে। কুয়াশার কারণে সকাল ৯ টা পর্যন্ত সড়কে দশ হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না।ফলে বাধ্য হয়ে দিনের বেলাতেই যানবাহনগুলোর নিরাপত্তার জন্য বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে।দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আদ্রতা ৯৬ শতাংশ এবং বাতাসের গতি শূন্য নটস। একইভাবে সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ৮৩ শতাংশ এবং বাতাসের গতি ০১ নটস।
তবে রাতে তাপমাত্রা আরও কমতে পারে বলে তিনি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তলাম বলেন, এ পর্যন্ত উপজেলা দুস্থদের মাঝে সরকারি বরাদ্দের ৪ হাজার ১৬০টি কম্বল বিতরণ করা হয়েছে। তবে দুস্থদের সহায়তায় এলাকার বিত্তবান দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন।