বিনোদন রিপোর্ট:
আসছে তরুণ ও প্রতিভাবান অভিনেতা সাব্বির সাজিদ ও তানহা শ্রাবণী অভিনীত নাটক পরানের কাজল। অপর্ণা এন্টারটেইন টিমের পরিচালনায় নাটকটির পরিচালক ছিলেন আরাফাত সানী। এছাড়া ফরিদ আহাম্মেদের প্রযোজনায় চমৎকার গল্পের নাটকটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে।
নাটকটির সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন সুমন ওয়াহিদ,খুব শিঘ্রই অপর্ণা এন্টারটেন ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হবে।
নাটকটিতে খুব সুন্দর একটি গান রয়েছে। এবং এটি ভিন্ন ধরনের গল্প নিয়ে নির্মান করা হয়েছে। অসাধারণ গল্পটি লিখেছেন সাইদুর রহমান তানিম।
গল্পে দেখানো হয়েছে ভালোবাসার দুইটি মানুষকে বাঁচতে দেয়নি গ্রামের মানুষ, যেখানে গ্রামের চেয়ারম্যান বাড়ির কাজের ছেলে ও কাজের মেয়ের প্রেমের মধ্য দিয়ে গল্পটিরএগিয়ে যায়।
জানতে চাইলে নাট্যকার সাইদুর রহমান তানিম বলেন,পরানের কাজল আমার লেখা বিগত নাটকগুলোর মধ্যে অন্যতম একটি নাটক, সব মিলিয়ে এই নাটকটা হবে সেরা একটি কাজ। ফাইনাল আউটপুট দেখার জন্য আরো কিছুদিন সবাইকে অপেক্ষা করতে হবে,আশা করছি দর্শক নিরাশ হবে না।
জানতে চাইলে নাটকটির হিরো সাব্বির সাজিদ বলেন,এই গল্পটিতে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। তবে আমি আগে যে কাজগুলো করেছি এই গল্পটা তার থেকে অনেকটাই ব্যতিক্রম ছিল। এই গল্পটি আমি দেখার পর এই গল্পে কাজ করার জন্য আমি খুবই উৎসাহিত ছিলাম। খুব চেষ্টা করেছি গল্পতে পরান ক্যারেক্টার টি ফুটিয়ে তোলার জন্য, আশা করি খুব ভালো কিছু হবে, আমি ধন্যবাদ জানাই নাটকটির পুরো টিমকে। এবং অনেক অনেক ধন্যবাদ জানাই প্রযোজক ফরিদ আহমেদ ভাইয়াকে।
নাটকটির প্রসঙ্গে নায়িকা তানহা শ্রাবণী বলেন,আমার মনে হয় আমার মিডিয়ার ক্যারিয়ারে সব কাজের মধ্যে এই কাজটি আমার কাছে খুবই পছন্দের। স্ক্রিপটি দেখার পরে আমি গল্পটিতে কাজ করার জন্য খুবই আগ্রহী ছিলাম। নাটকটি শুটিং হওয়ার সময় ২য় দিনে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু তারপরও আমি কাজটি থেকে প্যাকআপ নেইনি। যদিও আমার খুব কষ্ট হয়েছে তারপর ও আমি ধৈর্য ধরে কাজটি শেষ করেছি। এক কথায় গল্পটি খুবই সুন্দর ছিলো আশা করি ভালো কিছু হবে।