সিরাজগঞ্জ প্রতিনিধি: মানবিক সংগঠন আওয়াজ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় মরহুম নেজাব আলী আকন্দ ও মরহুমা জামিলা বেগম স্মরণে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ফ্রী স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। শনিবার পুরো দিন ব্যাপী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চরকালিগন্জে সাধারন মানুষের মাঝে এই সেবা প্রদান করা হয়। যেখানে ছিল ঢাকা থেকে আগত বেশ কয়েকজন অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার সহ চিকিৎসক টিম এবং প্রায় এক হাজার সর্বস্তরের মানুষ এই কার্যক্রমের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করেছে। এবার ও মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন সহ পুরো দিন ব্যাপী এই সেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন আওয়াজ মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আইনুল হক। জানতে চাইলে আইনুল হক বলেন,আওয়াজ মানব উন্নয়ন সংস্থা বরাবরের মতই মানব সেবার সাথে আছে থাকবে,প্রতি বারের মত এবার ও আমরা ফ্রী ক্যাম্পের মাধ্যমে প্রায় এক হাজার মানুষকে চিকিৎসা সেবা দিয়েছি,আগামীতে ও আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবো,সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে আওয়াজ মানব উন্নয়ন সংস্থা। সবাই আমার মা-বাবার জন্য দোয়া করবেন।