বিনোদন রিপোর্ট:
মাওলা শিরোনামের একটি চমৎকার ফোক গান নিয়ে খুব শিঘ্রই শ্রোতাদর্শকদের সামনে হাজির হবেন চার জনপ্রিয় কণ্ঠশিল্পী।
মৌ টিভি ইউটিউব চ্যানেলের কর্ণধার ও গীতিকার সজীব অধিকারী'র কথায় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার প্লাবন কোরেশীর সুরে গানটি গেয়েছেন যথাক্রমে ওস্তাদ শফি মন্ডল,ফজলুর রহমান বাবু,মুনিয়া মুন ও বীনা আক্তার।
বৃহৎ আয়োজনের এই গানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় কম্পোজার মিজানুর রহমান বাদশা। ভিন্ন আয়োজনে করা গানটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে, গানটি খুব শিঘ্রই মৌ টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
গানটির সঙ্গীত পরিচালক মিজানুর রহমান বাদশা বলেন,গানটির কথা ও সুর অসাধারণ, চারজন শিল্পীই দারুণ গেয়েছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সজিব দাদার প্রতি আমার উপর আস্থা রাখার জন্য, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ভালো একটি গান দর্শকদের উপহার দেয়ার জন্য। বাকিটা দর্শকশ্রোতাদের উপর ছেড়ে দিলাম। সবার ভালোবাসা চাই।