ভারতের সঙ্গে ছোটখাটো একটি উত্তেজনা দেখা দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এজন্য বিজিবি সদস্যদের অভ্যন্তরীণ দায়িত্ব কমিয়ে সীমান্তে কার্যক্রম বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে বিএসএফ যদি কোনো তৎপরতা চালায় তার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।
রোববার বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে বিজিবির উদ্যোগে আহতদের পুনর্ববাসন সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে একই অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার বিজিবিকে সীমান্ত পাহারায় নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফরহাদ মজাহার বলেছেন, দেশের অভ্যন্তরীণ শান্তি রক্ষা বিজিবির কাজ নয়, বিজিবির কাজ সীমান্তে, এখন যে ছোটখাটো উত্তেজনা চলছে তা প্রতিহত করা। ওনার (ফরহাদ মজাহার) প্রশ্নের উত্তরে আমি বলছি, আজকে সকালে কিন্তু বিজেবির মহাপরিচালককে তার সৈন্য সীমান্তের দিকে মুভ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন সেটা ব্যায় করবে সরকার। এটা রাষ্ট্রের দায়িত্ব, যা রাষ্ট্র পালন করছে। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে সরকার ১০ লাখ টাকা দিয়েছে।অনুষ্ঠানে ফরহাদ মজহার বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। হাসিনাকে পুনর্বাসন করতেই ভারত তাকে দিল্লিতে জায়গা দিয়েছে।
তিনি আরও বলেন, জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরোধ ৫ আগস্ট শেষ হয়েছে। তাই এখন সৈনিকও জনতা, জনতাও সৈনিক। তাই দেশের ভেতর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের যে ক্রান্তিকাল যাচ্ছে, তাতে দেশবাসীকে সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত বলেও মত দেন তিনি।
এছাড়াও কোনো ধরনের প্রোপাগান্ডায় কান না দেওয়ারও আহ্বান জানান তিনি।
রোববার বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে বিজিবির উদ্যোগে আহতদের পুনর্ববাসন সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে একই অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার বিজিবিকে সীমান্ত পাহারায় নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফরহাদ মজাহার বলেছেন, দেশের অভ্যন্তরীণ শান্তি রক্ষা বিজিবির কাজ নয়, বিজিবির কাজ সীমান্তে, এখন যে ছোটখাটো উত্তেজনা চলছে তা প্রতিহত করা। ওনার (ফরহাদ মজাহার) প্রশ্নের উত্তরে আমি বলছি, আজকে সকালে কিন্তু বিজেবির মহাপরিচালককে তার সৈন্য সীমান্তের দিকে মুভ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন সেটা ব্যায় করবে সরকার। এটা রাষ্ট্রের দায়িত্ব, যা রাষ্ট্র পালন করছে। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে সরকার ১০ লাখ টাকা দিয়েছে।অনুষ্ঠানে ফরহাদ মজহার বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। হাসিনাকে পুনর্বাসন করতেই ভারত তাকে দিল্লিতে জায়গা দিয়েছে।
তিনি আরও বলেন, জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরোধ ৫ আগস্ট শেষ হয়েছে। তাই এখন সৈনিকও জনতা, জনতাও সৈনিক। তাই দেশের ভেতর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের যে ক্রান্তিকাল যাচ্ছে, তাতে দেশবাসীকে সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত বলেও মত দেন তিনি।
এছাড়াও কোনো ধরনের প্রোপাগান্ডায় কান না দেওয়ারও আহ্বান জানান তিনি।