ব্যস্ত সময় কাটিয়ে ঢাকা থেকে বিদায় নিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সংক্ষিপ্ত এ সফরে অন্তর্বর্তী সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নেয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের বিষটি নিয়েও জানান।সোমবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা ত্যাগ করেন ভারতের পররাষ্ট্র সচিব।
এর আগে, সোমবার সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় এসে তিনি প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক মধ্যাহ্নভোজের মধ্যে দিয়ে শেষ হয়। তারপর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাক্ষাৎ করেন মিশ্রি। পরে সাংবাদিকদের সামনে একটি বিবৃতি দেন তিনি। সেখানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন মিশ্রি।এরপর শেষ কর্মসূচি হিসেবে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব।
প্রসঙ্গত, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা ঢাকায় এলেন। আর পররাষ্ট্র সচিব হওয়ার পর মিশ্রির প্রথম ঢাকা সফরও এটি।
এর আগে, সোমবার সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় এসে তিনি প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক মধ্যাহ্নভোজের মধ্যে দিয়ে শেষ হয়। তারপর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাক্ষাৎ করেন মিশ্রি। পরে সাংবাদিকদের সামনে একটি বিবৃতি দেন তিনি। সেখানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন মিশ্রি।এরপর শেষ কর্মসূচি হিসেবে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব।
প্রসঙ্গত, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা ঢাকায় এলেন। আর পররাষ্ট্র সচিব হওয়ার পর মিশ্রির প্রথম ঢাকা সফরও এটি।