এক থেকে দুই মাসের মধ্যে, ছাত্র-জনতার পক্ষ থেকে রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এক-দুই মাসের মধ্যে একটি রাজনৈতিক দল উপহার দেবে।
সোমবার বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি। নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এক-দুই মাসের মধ্যে একটি সুন্দর দল উপহার দেবে।তিনি বলেন, এবারের বিজয় দিবসটা আমাদের একদিক দিয়ে আনন্দের, আবার বেদনারও। এজন্য আনন্দের যে, আমরা এখন ভারতীয় আগ্রাসনমুক্ত এবং মুজিববাদী-ফ্যাসিবাদী যে শক্তি রয়েছে, তা বাংলাদেশ থেকে উৎখাত করে বিজয় উদযাপনে হাজির হয়েছি।
নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, আমরা বিজয় উদযাপন করছি ‘২৪–এ, সেটি হচ্ছে আওয়ামী ও ফ্যাসিবাদমুক্ত দিবস, দিল্লির আগ্রাসনমুক্ত বিজয়। আমরা তরুণ প্রজন্মের কাছে আহবান রাখছি, যত দিন বাংলাদেশের এ ভৌগোলিক সীমানা-সার্বভৌমত্ব থাকবে, তত দিন পর্যন্ত তারা দিল্লীর আগ্রাসন থেকে এবং আওয়ামী ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে।জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উল্লেখ্য, আট সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামে ৫৫ সদস্যের প্ল্যাটফর্ম যাত্রা শুরু করে। এই প্ল্যাটফর্মের আহবায়ক ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন।জানা গেছে, নাগরিক কমিটির লক্ষ্য অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা, এ সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং জনস্বার্থে নীতিনির্ধারণে প্রভাব রাখা। এছাড়াও নাগরিক কমিটির কাজগুলোর মধ্যে রয়েছে- বিদ্রোহের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সমুন্নত রাখা, ছাত্র ও নাগরিকদের গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা।