বিনোদন রিপোর্ট:
প্রকাশিত হলো মৌ-টিভির প্রযোজনায় আরো একটি মৌলিক গান, গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু।
'লক্ষীসোনা' শিরোনামের গানটি লিখেছেন প্রতিভাবান গীতিকার সজিব অধিকারী, চমৎকার গীতিকথার গানটি সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী ও সঙ্গীত পরিচালনায় ছিলেন সময়ের জনপ্রিয় কম্পোজার মিজানুর রহমান বাদশা।
গানটিতে ফজলুর রহমান বাবুর সাথে কোরাসপার্টে গেয়েছেন কণ্ঠশিল্পী এসএম সোহেল ও ইতি।
অসাধারণ কথা ও সুরের গানটি বৃহৎ আয়োজনে আলোকসজ্জিত সেটে লিপপার্ট মিউজিক ভিডিও আকারে করা হয়েছে, যেখানে কোরাসপার্টে মডেলিং করেছেন রানা খান,এসএম সোহেল,শ্রাবন্তী,মারিয়া,মাহমুদ খান ও আরজে জুই।
কোরিওগ্রাফার হিসেবে ছিলেন সজিব মাহমুদ মাইকেল বাবু,মিউজিক ভিডিওটির পরিচালনায় ছিলেন রাব্বি মিয়া ও সহকারী পরিচালক হিসেবে ছিলেন ওমর হালদার।
জানতে চাইলে গানটির সঙ্গীত পরিচালক মিজানুর রহমান বাদশা বলেন, গানটির কথা ও সুর অসাধারণ, সবমিলিয়ে দারুণ একটি কাজ এটি,আশা করছি দর্শক মহলে গানটি বেশ সুনাম কুড়াবে।