বুধবার ০১ জানুয়ারি ২০২৫ ইং তারিখে লক্ষীপুর রামগঞ্জের ঐতিহ্যবাহী দল্টা রহমানিয়া উচ্চবিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে, রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টে আয়োজন করা হয়,(দল্টা রহমানিয়া উচ্চবিদ্যালয়ের জন্মবার্ষিকী ও শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান)। উক্ত অনুষ্ঠানটিতে মোঃ ওমর ফারুক চৌধুরী (শাকিল) এর সভাপতিত্বে, মোঃ মাসুদ রানার সঞ্চালনায়,দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা এবং সম্মতিক্রমে এই এলামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কমিটি ঘোষনা করা হয়। এতে বিশিষ্ট ব্যাংকাস্যুরেন্স বিশেষজ্ঞ জনাব হারুন-আল রশীদ (বুলবুল মজুমদার) কে প্রধান উপদেষ্টা করে,বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান কে আহবায়ক ও সাংবাদিক মাহমুদুল আলম (মামুন)কে সদস্য সচিব করে এই কমিটি করা হয়। এসময় উপস্থিত ছিলেন দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম (বিএসসি)সহ প্রাক্তন শিক্ষার্থীরা।তাদের অনেকেই ছিলেন প্রবীণ যারা ষাটের দশকের সত্তরের দশকের ছাত্র ছিলেন দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে। এসময় পরিচয় পর্ব বক্তব্য কালে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রবীণ শিক্ষার্থীরা যেনো এক মহা মিলন মেলায় মিলিত হলেন সবাই ছোট পরিসরে তাঁদের জীবনের সফলতার গল্প বলেন। সেই সাথে এই এলামনাই এসোসিয়েশন কে সর্বোচ্চ সহযোগিতা করে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তাঁরা।