নিজস্ব প্রতিবেদক:
দি ন্যাশনাল এসোসিয়েশন অফ এপেক্স ক্লাবস্ অফ বাংলাদেশ এর উদ্যোগে ইংরেজী নতুন বর্ষ ২০২৫ উদযাপন করা হয়। বুধবার রাজধানীর রমনা তথ্য ভবন মিলনায়তনে জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পহেলা জানুয়ারি সন্ধার পর থেকে উক্ত হলরুমে এপেক্সসিয়ানদের পদচারনায় মুখরিত হয়ে উঠে।কেককাটার মধ্য দিয়ে ইংরেজী নববর্ষ সেলিব্রেশন অনুষ্ঠান শুরু হয়,পরবর্তীতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও নৃত্য শিল্পীরা তাদের পরিবেশনায় মাতিয়ে তোলে পুরো হলরুম।
এসময় অনুষ্ঠান আলোকিত করেন এপেক্স বাংলাদেশ, ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সসিয়ান শামছুন নাহার আজিজ লিনা, ন্যাশনাল ভাইস এপেক্সসিয়ান এম সায়েম টিপু, আইপিএনপি এপেক্সসিয়ান আব্দুল মতিন শিকদার, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এপেক্সসিয়ান আব্দুর রউফ দিলীপ, সাধারণ সম্পাদক এপেক্সসিয়ান আসলাম হোসেন। এবং বিভিন্ন জেলা থেকে এপেক্সসিয়ানগণরা ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।