মোঃ ফিরোজ আলম/ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়ার মাহফিলের আয়োজন করেছে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম( ইউকে)। আগামী ২০জানুয়ারী সোমবার যুক্তরাজ্যের কমপোর্ট রোডের একটি হলরুমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকে) সভাপতি জনাব মনির আহমেদ, সহ-সভাপতি জনাব নাজিম উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক জনাব ফেরদৌস বিন জামান তাসমির ও নজরুল ইসলাম ডাউদ।