
বিনোদন রিপোর্টঃ
প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও মুনসুরের কন্ঠের নতুন একটি মৌলিক গান। গানটির শিরোনাম ও রশিয়া মাঝিরে।
গানটি লিখেছেন ও সুর করেছেন রনক রায়হান এবং সঙ্গীতায়োজনে ছিলেন জেএইচ মুন্না। গেলো সপ্তাহে গানটি সিনে-বাংলা মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
অসাধারণ কথা ও সুরের গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রুবায়েদ ও সুমাইয়া এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মেহরাজ টিম।
মিউজিক ভিডিওটি টিকটক সহ ইউটিউবে বেশ সাড়া ফেলেছে, ইউটিউবে গানটি গত একসপ্তাহে প্রায় সতের লক্ষবার দেখেছে শ্রোতাদর্শকরা।
জানতে চাইলে গানটির শিল্পী মুন সুর বলেন,ভালো গান মানুষ এখনো শোনে এই গানটি তার প্রমান,গানটির কথা সুর বেশ,সবমিলিয়ে দারুণ একটি গান। আশা করছি গানটি আরো অনেকদূর যাবে।
জানতে চাইলে গানটির গীতিকার ও সুরকার রনক রায়হান বলেন,গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া ফেলেছে, সবমিলিয়ে দারুণ একটি কাজ এটি,সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।