
বিনোদন রিপোর্টঃ বাংলার ঢোল টিভি আয়োজিত গুনীজন সম্মাননা ২০২৫ইং এর সেরা কণ্ঠশিল্পী ২৫ সম্মাননা পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্ত। রবিবার কচিকাঁচা মিলনায়তনে এক বন্যার্ট্য আয়োজনে তিনি এই পুরস্কারটি গ্রহন করেন। বাংলার ঢোল টিভির এক বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য অনেক গুনীজন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী শান্ত সহ আরো অনেক শিল্পী। জানতে চাইলে কণ্ঠশিল্পী শান্ত বলেন,বাংলার ঢোল টিভিকে ধন্যবাদ আমাকে সম্মানীত করার জন্য, এই পাওয়া আমার একার নয় আমার দর্শক শ্রোতারাও এই প্রাপ্তির অংশীদার। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে আগামীর পথ পাড়ি দিতে চাই।