
বিনোদন রিপোর্ট:
নাজমার নামে মামলা শিরোনামের গান করলেন কণ্ঠশিল্পী দুঃখী সোহেল, নিজের লেখা ও সুরের গানটি রবিবার সিঙার দুঃখী সোহেল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন শিমুল দীপ বিজন। গানের মিউজিক ভিডিওতে চমতকার অভিনয় করেছেন মডেল অভিনেত্রী আলো ও ক্যামেরায় ছিলেন মাসুদ খান।
জানতে চাইলে দুঃখী সোহেল বলেন, গানটির কথা ব্যতিক্রম,চেষ্টা করেছি ভালো কিছু করার বাকিটা দর্শক বলবে কেমন লেগেছে, সবার দোয়া ও ভালোবাসা চাই, আমৃত্যু গান গেয়ে যেতে চাই।