
নোয়াখালী প্রতিনিধিঃ
আল আমিন ফাউন্ডেশন মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় রবিবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন আলাইয়ার ইউনিয়নের ধীতপুর কোরেশ হাজী বাড়ির প্রয়াত আবদুল করিম এর পরিবারকে একটি টিউবওয়েল স্থাপন করে দেয়া হয়েছে।
যা উক্ত ফাউন্ডেশনের ৩৪তম টিউবওয়েল স্থাপন। এর আগে আল-আমিন ফাউন্ডেশন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় পরিবারকে ৩৩টি টিউবওয়েল স্থাপন করে দিয়েছে।
উল্লেখ্য আল-আমিন ফাউন্ডেশন দীর্ঘ ১যুগ থেকে নোয়াখালী, লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চলে দুস্থ মানবতার সেবায় মানবিক কাজ করে যাচ্ছে, গত বছরের ভয়াবহ বন্যায়ও অসংখ্য মানবিক কাজ করেছে আল আমিন ফাউন্ডেশন।
জানতে চাইলে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম,এস আল আমিন বলেন,আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতিনিয়ত অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি,টিউবওয়েল স্হাপন, অসহায় নারীদের সেলাই মেশিন দেয়া,প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া ও গরীব দুস্থদের পাশে থেকে আমরা কাজ করতে চাই,সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যাবে আল আমিন ফাউন্ডেশন।