
লক্ষীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতার কথা ঘোষণা করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা নজরুল ইসলাম টিটু।
তিনি জানান, ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা থেকে ইতিমধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি ভোটারদের সমর্থন আদায়ে জনসংযোগ শুরু করেছি। ভোটাররাও সাড়া দিচ্ছেন।
নজরুল ইসলাম টিটু চন্দ্রগঞ্জ ইউপির পশ্চিম লতিফপুর ওয়ার্ডের নুরমিয়া মুন্সি বাড়ির মরহুম হেদায়েত উল্যাহ মিয়ার মেজো ছেলে। মরহুম হেদায়েত উল্যাহ মিয়া জীবদ্দশায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদে দীর্ঘ ১৯ বছর মেম্বার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
সাবেক ছাত্রনেতা টিটু ১৯৯৪ইং সনে চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসা থেকে দাখিল পাশ করে পরবর্তীতে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হন। এরপর সেখান থেকে এইচএসসি এবং স্নাতক ডিগ্রী অর্জন করেন। তাঁর বড় ভাই জহিরুল ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে বেগমগঞ্জ উপজেলায় কর্মরত আছেন।
ইসলামী ভাবধারার রাজনীতির বিশ্বাস থেকে নজরুল ইসলাম টিটু মাধ্যমিক শিক্ষা জীবনেই ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে সম্পৃক্ত হন। বিগত আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বহুবার। মিথ্যা মামলায় আসামি হয়ে কারাবরণ করতে হয়েছে তাকে। তবুও কখনো আদর্শের জায়গা থেকে নিজেকে বিচ্যুত করেননি।
বিগত জুলাই-আগষ্ট আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে। বন্যা কবলিত অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রমে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন নজরুল ইসলাম টিটু। এতে সাধারণ মানুষের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
এক স্বাক্ষাতকারে সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম টিটু জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন যদি দলগতভাবে মনোনয়ন দেয়, তাহলে তিনি দলের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী হবেন। আর যদি দল নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। টিটু বলেন, আমার লক্ষ্য চন্দ্রগঞ্জ ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করা এবং চন্দ্রগঞ্জ বাজারকে চাঁদাবাজি মুক্ত একটি ব্যবসাবান্ধব বাজার হিসবে প্রতিষ্ঠিত করা।
নজরুল ইসলাম টিটু সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।