
ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জনপ্রিয় কন্ঠশিল্পী ও এক সময়ের প্রখর রাজনীতিবিদ ও সিলেটের ছাত্রলীগ নেতা কামরান হোসেন রিয়াদকে জবাই করে হত্যার হুমকি দেয়া হয়েছে। তিনি বাংলাদেশের একজন সুপরিচিত কণ্ঠশিল্পী ও বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি যুক্তরাজ্য অবস্থানরত এই নেতা নিজের ফেসবুক লাইভে এসে তিনি এই অভিযোগ করেন,এছাড়া তার গ্রামের বাড়িতে ও বর্তমানে কেউ থাকতে পারছেন বলে ও অভিযোগ করেন এছাড়া বিভিন্ন ফেসবুক আইডি থেকে রিয়াদকে এয়ারপোর্ট থেকে নেমে আসা মাত্রই জবাই করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। গত ২৩শে আগষ্টের ফেসবুক লাইভে এসে এই নেতা অভিযোগ করে বলেন,আমাকে দেশে ডুকলেই জবাই করা হবে মর্মে ,rayhan khan, polash chowdury সহ বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে হুমকি পেয়েছি।
এছাড়া তিনি এই প্রতিবেদককে মুঠোফোনে আরো বলেন,আগেও হুমকি পেয়েছি আবারো গত কয়েকদিন থেকে syl raj,sohan khan নামক ফেসবুক আইডি থেকে আবারো হত্যার হুমকী প্রদান করা হয়।
তিনি বলেন, আমার পরিবারের সবাই আজ ঘরবাড়ি ছাড়া। দেশে কোন আইন নাই মর্মে তিনি আরো অভিযোগ করে বলেন আমি থানায় একটি জিডি পর্যন্ত করতে পারিনা,আওয়ামীলীগ করাটাই যেন অপরাধ, তিনি ফেইসবুক লাইভে এই বিষয়ের জন্য তীব্র নিন্দা জানান। এমন ঘটনায় সিলেটের বিশ্বনাথ এলাকার সাধারণ মানুষকে রীতিমতো হতবাক করেছে, আবার অনেকেই তার লাইভে এসে কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং বিষয়ে রিয়াদ খুব শিঘ্রই আইনি পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।
এছাড়া তিনি এই প্রতিবেদককে মুঠোফোনে আরো বলেন,আগেও হুমকি পেয়েছি আবারো গত কয়েকদিন থেকে syl raj,sohan khan নামক ফেসবুক আইডি থেকে আবারো হত্যার হুমকী প্রদান করা হয়।
তিনি বলেন, আমার পরিবারের সবাই আজ ঘরবাড়ি ছাড়া। দেশে কোন আইন নাই মর্মে তিনি আরো অভিযোগ করে বলেন আমি থানায় একটি জিডি পর্যন্ত করতে পারিনা,আওয়ামীলীগ করাটাই যেন অপরাধ, তিনি ফেইসবুক লাইভে এই বিষয়ের জন্য তীব্র নিন্দা জানান। এমন ঘটনায় সিলেটের বিশ্বনাথ এলাকার সাধারণ মানুষকে রীতিমতো হতবাক করেছে, আবার অনেকেই তার লাইভে এসে কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং বিষয়ে রিয়াদ খুব শিঘ্রই আইনি পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।