
মোঃ ফিরোজ/ লক্ষীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি জুলফিকার গ্রেফতার।
লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক আসামিকে নোয়াখালী সোনাইমুড়ি বাইপাস এলাকা থেকে গ্রেফতার করা হয়। যিনি দীর্ঘ ১১ বছর আত্মগোপনে ছিলেন গ্রেফতার জুলফিকার লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানা পূর্ব সৈয়দপুর গ্রামের কাশেম ভূইয়া বাড়ির নুরুল ইসলামের ছেলে।
তিনি লক্ষ্মীপুর ১২নং ইউনিয়নের রামপুরের। ব্যবসায়ী আব্দুল মান্নান ভূইয়া হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামি ছিলেন। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। ২০১৪ সালে ২১ মে বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়।
পরের দিন বাড়ির পাশে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার চার দিন পর নিহতের স্ত্রী অজ্ঞাত নামা আসামি দের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গ্রেফতার আসামিকে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।