
বিনোদন রিপোর্টঃ
বাঁশীর সাথে প্রেম, বাঁশীর সাথেই তার সখ্যতা। ছোটবেলা থেকে বাঁশীই যেন তার সঙ্গী,আবার বাঁশীর জাদুকরী সুরে জয় করেছেন লাখো মানুষের মন,তাইতো পরিবার পরিজন সহ এলাকার মানুষ তাকে বাঁশীর জাদুকর নামেই ডাকে।
বলছি সময়ের জনপ্রিয় বংশীবাদক সুমন হোসেনের কথা। যিনি মৌলিক গান, স্টেজ প্রোগ্রাম ও রেডিও টেলিভিশন প্রোগ্রামে বাঁশি বাজিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন।
বাঁশি বাদক সুমন হোসেনের পুরো নাম মোঃ সুমন হোসেন। তার জন্ম ও বেড়ে উঠা পাবনা জেলার বলরামপুর উপজেলায়। সংগীতে তার প্রথম হাতেখড়ি হয় ওস্তাদ আবুল সরকারের হাত ধরে।
মাত্র ১৪ বছর বয়সে সঙ্গীতের সাথে পথচলা শুরু করেন সুমন হোসেন, বিভিন্ন স্টেজে গান গাওয়ার পাশাপাশি বাঁশী বাজান তিনি।
এক জীবনে ও বলতে বলতে চলতে চলতে গানের মাধ্যমে সঙ্গীতাঙনে যাত্রা করেন সুমন,পরবর্তীতে জনপ্রিয় বিভিন্ন গীতিকার সুরকারদের লেখা এবং সুরে আরো ২০টি মৌলিক গান প্রকাশ করেন তিনি। অপ্রকাশিত গানের তালিকায় রয়েছে আরো ১৫টি মৌলিক গান।
সুমন গান করেছেন আবুল সরকার, আঁখি সরকার,হৃদয় খান, তাহসান, জহির পাগলা সহ আরো অনেক শিল্পীদের সাথে।
জানতে চাইলে সুমন হোসেন আরো বলেন,আমি গান গাইতে অনেক ভালোবাসি,গানের মাধ্যমে মনের ভাব যত প্রকাশ করবেন ততই সুন্দর,গান মানুষের দুঃখ ভুলিয়ে দেয়। বাংলা গানকে অনেক ভালোবাসি এবং ভালোবেসে যাব।