গানের পাখি

জনপ্রিয় কণ্ঠশিল্পী এস,বি বাঁধনের নতুন চমক

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:৪৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:৪৬:৫৬ অপরাহ্ন
এম,এ রাসেল/বিশেষ প্রতিনিধিঃ এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী বাগেরহাট জেলার কৃতি সন্তান এস.বি বাঁধন। বর্তমান সময়ের সঙ্গীত প্রিয় দর্শক শ্রোতাদের মন জয় করা কণ্ঠশিল্পী এস, বি বাঁধন একাধারে আধুনিক, ফোক ও লালন সঙ্গীত পরিবেশন করে দেশে-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করার পাশাপাশি সুস্থে ধারার সঙ্গীত চর্চায় নিজেকে মগ্ন রেখেছেন একজন কণ্ঠযোদ্ধা হিসেবে। প্রকাশ থাকে যে, ইতিমধ্যে বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রে প্লেব‍্যাক কন্ঠ শিল্পী হিসেবে এস,বি বাঁধন দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন। উল্লেখ্য যে, লাস্যময়ী মেধাবী ও দর্শক শ্রোতাদের পছন্দের কণ্ঠশিল্পী এস,বি বাঁধন খুব শীঘ্রই বিভিন্ন নাটকে রোমান্টিক মৌলিক গানের শিল্পী ও মডেল হয়ে বিনোদন প্রিয় দর্শকদের সামনে হাজির হচ্ছেন বলে জানিয়েছেন এই শিল্পী। তিনি আরো বলেন, দেশত্ব প্রেম জাগ্রত রেখে আম-সংস্কৃতি রোধ এবং সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশীয় লোকজ সঙ্গীতকে তুলে ধরতে একজন কণ্ঠযোদ্ধা হয়ে বেঁচে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। অবশেষে, কণ্ঠশিল্পী এস, বি বাঁধন মডেল তারকা হিসেবে দর্শক মহলে সাড়া জাগিয়ে তুলতে সকলের নিকট দোয়া প্রত্যাশা করলেন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোঃ আবু তাহের মোল্যা

প্রকাশক: মনির হোসেন সুমন

অফিস :

 ১০ দারুসসালাম ভবন, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

ইমেইল : [email protected]

মোবাইল : ০১৯১৯১২৬৬১৯