বিআরপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৯:৩০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৯:৩০:৪৩ অপরাহ্ন
‘সংস্কারেই পরিবর্তন-পরিবর্তনের বাংলাদেশ’- এই স্লোগানকে ধারণ করে মূলনীতি ও মূল্যবোধ হিসেবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা, দলীয় ও সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা, প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে প্রতিটি স্তরে উন্নয়ন নিশ্চিত করা, সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং বিচার ব্যবস্থাকে স্বাধীন রাখা, দেশের প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ রক্ষায় কঠোর নীতি নিয়ে বাংলাদেশ সংস্কার পার্টি। আজ ১৯ জুলাই জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিআরপি’র নেতৃবৃন্দ, সদস্য এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলীয় অগ্রগতি, দেশের কল্যাণ এবং জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক: মোঃ আবু তাহের মোল্যা

প্রকাশক: মনির হোসেন সুমন

অফিস :

 ১০ দারুসসালাম ভবন, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

ইমেইল : [email protected]

মোবাইল : ০১৯১৯১২৬৬১৯