
রাজধানীর রামপুরা কাঁচা বাজার সংলগ্ন দারুল আহম্মেদ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহম্মেদ।
সোমবার (২১ জুলাই) দুপুরে হাসপাতালটিতে রোগীদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ পেয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে যান তিনি। এ সময় হাসপাতালের ম্যানেজার ও এমডিসহ ৭-৮ জন মিলে তার ওপর অতর্কিতভাবে হামলা চালান।
সাংবাদিক তোফায়েল জানান, হামলাকারীরা তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং দীর্ঘ সময় তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে উপায় না পেয়ে এক অপরিচিত ব্যক্তির ফোন থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চান তিনি।
খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। ঘটনার পর তিনি রাজধানীর হাতিরঝিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় পেশাজীবী মহলে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।