বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং উপহার সামগ্রী বিতরণ

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১১:৪৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১১:৪৪:২৬ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং উপহার সামগ্রী বিতরণের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। রোববার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামে, প্রবীণদের চোখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলচনা করা হয়। আবাসিক প্রবীণদের সাথে মধ্যাহ্ন ভোজ, খেজুর, জায়নামাজ, তসবিহ, বই বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। আলোচনায় প্রবীণরা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ও জনগণের অধিকার আদায়ে তার দৃঢ় ভূমিকার কথা তুলে ধরেন। এ ছাড়া খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বক্তারা। অনুষ্ঠানে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, "প্রবীণরা জাতির অভিভাবক। তাদের দোয়া ও প্রার্থনাই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি"। খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের কল‍্যান কামনা করেই আজকের এই আয়োজন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোঃ আবু তাহের মোল্যা

প্রকাশক: মনির হোসেন সুমন

অফিস :

 ১০ দারুসসালাম ভবন, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

ইমেইল : [email protected]

মোবাইল : ০১৯১৯১২৬৬১৯