
বিনোদন রিপোর্ট:
আসছে কাজী শহিদ আল জারিনের লেখা ও সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মরিয়ম ইসলামের কন্ঠে একটি চমৎকার মৌলিক গান। গানটির শিরোনাম তোর পিরিতে বাড়ি আমার তোর পিরিতে ঘর।
গানটির সুর করেছেন জিয়া, এবং সংগীত পরিচালনায় ছিলেন সময়ের জনপ্রিয় কম্পোজার শিবলু মাহমুদ।
সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে, খুব শীঘ্রই গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে।
গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন সময়ের ব্যস্ততম জনপ্রিয় পরিচালক বিকে শাহিন।
জানতে চাইলে গীতিকার কাজী শহিদ আল জারিন বলেন,গানটির কথা ও সুর অসাধারণ, চমৎকার সংগীত করেছেন শিবলু ভাই, মরিয়ম ইসলাম গানটি দারুন গেয়েছেন। আশা করছি গানটি শ্রোতা দর্শকদের প্রশংসা কুড়াবে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
গানটি প্রসঙ্গে সুরকার জিয়া বলেন, গানটি কথা অসাধারণ, আমি চেষ্টা করেছি কথা অনুযায়ী ভালো সুর করার। আশা করছি গানটি সবার ভালোবাসা কুড়াবে।
জানতে চাইলে পরিচালক বি কে শাহিন বলেন,গানটি সব মিলিয়ে দারুন হয়েছে, চমৎকার মিউজিকাল ফিল্ম আকারে গানটি প্রকাশ পাবে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি গানটির ভালো মিউজিক ভিডিও করার। বাকিটা দর্শক শ্রোতাদের উপর ছেড়ে দিলাম।