মিউজিক্যাল ফিল্ম

প্রকাশ পেলো মন পিঞ্জিরার পাখিরে

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ১২:২৪:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ১২:২৪:২৩ পূর্বাহ্ন
বিনোদন রিপোর্ট: মৌ টিভির প্রযোজনায় গেলো বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রকাশিত হলো মন পিঞ্জিরার পাখিরে শিরোনামের একটি চমৎকার মিউজিক্যাল ফিল্ম। মিউজিক্যাল ফিল্মটির গানে কন্ঠ দিয়েছেন এইচ আর ফারদিন খান ও সোনিয়া সরকার। গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সজীব অধিকারী ও সংগীত পরিচালনায় ছিলেন সময়ের ব্যস্ততম সংগীত পরিচালক এএন ফরহাদ। চমৎকার গল্পের মিউজিক্যাল ফিল্মটিতে অনবদ্য অভিনয় করেছেন রাহাত হোসেন ইফাদ ও তানিশা তানহা। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন রাব্বি মিয়া ও কোরিওগ্রাফার হিসেবে ছিলেন এমডি শামীম এবং ক্যামেরায় ছিলেন হারুন হিরন। ড্রোন পরিচালনায় ছিলেন মাহমুদ এবং কালার এডিট করেছেন এস এম তুষার। মিউজিকের ফিল্মটির লাইন প্রডিউসার হিসেবে ছিলেন রানা খান। জানতে চাইলে লাইন প্রডিউসার রানা খান বলেন,সবমিলিয়ে কাজটি অসাধারণ, চমৎকার গল্পের মিউজিকের ফিল্মটি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। মৌ টিভি বরাবরের মতই চেষ্টা করে ভালো কিছু করার, এবারও তার ব্যতিক্রম নয়। বাংলা গানের সাথে থাকুন,মৌ টিভির পাশেই থাকুন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোঃ আবু তাহের মোল্যা

প্রকাশক: মনির হোসেন সুমন

অফিস :

 ১০ দারুসসালাম ভবন, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

ইমেইল : [email protected]

মোবাইল : ০১৯১৯১২৬৬১৯