গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত নিহত হয়েছেন ১৩২ ফিলিস্তিনি। সোমবার (১৫ জানুয়ারি) রাতভর গাজার উত্তর ও মধ্যাঞ্চলে হামলা চালায় ইহুদি সেনারা। খবর আল জাজিরা।
শরণার্থী শিবিরে অবস্থিত আবাসিক স্থাপনা, স্কুল এবং হাসপাতাল ছিল এই হামলার মূল লক্ষ্য। এর মধ্যে, রাফায় একটি বাড়িতে বিমান হামলায় চালানো হলে একই পরিবারের ২৫ জন নিহত হন। এ নিয়ে ইহুদিবাদীদের তাণ্ডবে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৪ হাজার একশ ছাড়িয়েছে।
এদিকে, গাজায় নিরাপদ এবং নিরবিচ্ছিন্ন ত্রাণ সহায়তা সরবরাহ নিশ্চিতের জন্য আবারও আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
শরণার্থী শিবিরে অবস্থিত আবাসিক স্থাপনা, স্কুল এবং হাসপাতাল ছিল এই হামলার মূল লক্ষ্য। এর মধ্যে, রাফায় একটি বাড়িতে বিমান হামলায় চালানো হলে একই পরিবারের ২৫ জন নিহত হন। এ নিয়ে ইহুদিবাদীদের তাণ্ডবে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৪ হাজার একশ ছাড়িয়েছে।
এদিকে, গাজায় নিরাপদ এবং নিরবিচ্ছিন্ন ত্রাণ সহায়তা সরবরাহ নিশ্চিতের জন্য আবারও আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।