সদ্য বিদায়ী ২০২৩ সালে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। একই সঙ্গে গত এক বছরে আহত হয়েছে ৭ হাজার ৪৯৫ জন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করে সংস্থাটি। এছাড়া, শুধু ডিসেম্বর মাসে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত এবং ৬৪১ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, ২০২৩ সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ২৬১টি। এতে প্রাণ হারিয়েছে ৭ হাজার ৯০২ জন এবং আহত হয়েছে ১০ হাজার ৩৭২ জন। একই সময়ে রেলপথের ৫২০টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত ও ৪৭৫ জন আহত হয়েছে। নৌপথে দুর্ঘটনা ঘটেছে মোট ১৪৮টি। এসব ঘটনায় ৯১ জন নিহত ও ১৫২ জন আহত এবং ১০৯ জন নিখোঁজ হয়েছে। এসব তথ্য বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে আসে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করে সংস্থাটি। এছাড়া, শুধু ডিসেম্বর মাসে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত এবং ৬৪১ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, ২০২৩ সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ২৬১টি। এতে প্রাণ হারিয়েছে ৭ হাজার ৯০২ জন এবং আহত হয়েছে ১০ হাজার ৩৭২ জন। একই সময়ে রেলপথের ৫২০টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত ও ৪৭৫ জন আহত হয়েছে। নৌপথে দুর্ঘটনা ঘটেছে মোট ১৪৮টি। এসব ঘটনায় ৯১ জন নিহত ও ১৫২ জন আহত এবং ১০৯ জন নিখোঁজ হয়েছে। এসব তথ্য বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে আসে।