সাজার মেয়াদ শেষ হওয়ার পরও, দেশের কারাগারে বন্দি ১৫৭ বিদেশি নাগরিক। এরমধ্যে, ছয় মাসের সাজার মেয়াদ শেষে ২১ বছর ধরে কারাগারে এক ভারতীয় নাগরিক। এছাড়া পাঁচদিনের সাজায় ১০ বছর ধরে জেলে আরেকজন।
রোববার (২১ জানুয়ারি) আদালতে এমন প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে কারা অধিদফতরের। সাজার মেয়াদ শেষেও দেশের কারাগারে বন্দি রয়েছেন– সম্প্রতি এমন বিদেশিদের তালিকা চান হাইকোর্ট।
গত ১৫ জানুয়ারি, এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ১০ মার্চের মধ্যে কারা-মহাপরিদর্শককে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেন। ওই শুনানিতে সাজাভোগের পরও কারাবন্দী রাখা কেনো আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, সেটি জানতে চেয়ে রুল জারি করা হয়।
রোববার (২১ জানুয়ারি) আদালতে এমন প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে কারা অধিদফতরের। সাজার মেয়াদ শেষেও দেশের কারাগারে বন্দি রয়েছেন– সম্প্রতি এমন বিদেশিদের তালিকা চান হাইকোর্ট।
গত ১৫ জানুয়ারি, এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ১০ মার্চের মধ্যে কারা-মহাপরিদর্শককে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেন। ওই শুনানিতে সাজাভোগের পরও কারাবন্দী রাখা কেনো আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, সেটি জানতে চেয়ে রুল জারি করা হয়।