গাজায় মানবিক কারণে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে আটক ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি সেনাদের অমানবিক আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বৈঠকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে একটি শান্তি প্রস্তাব পেশ করে রাশিয়া। এদিকে উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ১৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর আগে খান ইউনিস শহর ঘিরে ফেলার দাবি করে দখলদার সেনারা।
খান ইউনিসে প্রতিদিন কমপক্ষে ৪০ জন মানুষের গড়ে মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। সোমবার ২৪ সেনা নিহতের ঘটনায় দিনটিকে যুদ্ধের অন্যতম ভয়ংকর দিন হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
এদিকে, জাতিসংঘ ও অন্যান্য সংস্থার হয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের ১ মাসের মধ্যে ইয়েমেন ছাড়ার নির্দেশ দিয়েছে হুতি বিদ্রোহীরা।
বৈঠকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে একটি শান্তি প্রস্তাব পেশ করে রাশিয়া। এদিকে উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ১৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর আগে খান ইউনিস শহর ঘিরে ফেলার দাবি করে দখলদার সেনারা।
খান ইউনিসে প্রতিদিন কমপক্ষে ৪০ জন মানুষের গড়ে মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। সোমবার ২৪ সেনা নিহতের ঘটনায় দিনটিকে যুদ্ধের অন্যতম ভয়ংকর দিন হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
এদিকে, জাতিসংঘ ও অন্যান্য সংস্থার হয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের ১ মাসের মধ্যে ইয়েমেন ছাড়ার নির্দেশ দিয়েছে হুতি বিদ্রোহীরা।