চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন। বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মায়ের দাফন শেষে ব্যক্তিগত ভেরিফাইড একাউন্টে পোস্ট করেন আরিফিন শুভ। লিখেন, আমার মা আল্লাহর কাছে চলে গেছেন। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে মায়ের মৃত্যুর বিষয়ে জানান শুভ।
কারণ হিসেবে তিনি জানান, ২১ জানুয়ারি দুপুরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তার মা। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই ছিলেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অবশেষে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন।
বৃহস্পতিবার ফজর নামাজ শেষে ঢাকার কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এরপর স্ট্যাটাসে মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন এই নায়ক।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মায়ের দাফন শেষে ব্যক্তিগত ভেরিফাইড একাউন্টে পোস্ট করেন আরিফিন শুভ। লিখেন, আমার মা আল্লাহর কাছে চলে গেছেন। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে মায়ের মৃত্যুর বিষয়ে জানান শুভ।
কারণ হিসেবে তিনি জানান, ২১ জানুয়ারি দুপুরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তার মা। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই ছিলেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অবশেষে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন।
বৃহস্পতিবার ফজর নামাজ শেষে ঢাকার কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এরপর স্ট্যাটাসে মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন এই নায়ক।