রাজধানীর কামরাঙ্গীরচরে স্বামীর সঙ্গে অভিমান করে সোনিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) রাতে কামরাঙ্গীরচরের রসুলপুরে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
সোনিয়া আক্তারের গ্রামের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার বাদ্দিপুরে। ঢাকার কামরাঙ্গীরচর রসুলপুরে ৩ নম্বর গলির পুরাঘাট এলাকার একটি বাসায় স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন তিনি।
এ বিষয়ে সোনিয়ার স্বামী ইয়াসিন বলেন, বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আমার সঙ্গে স্ত্রীর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে অভিমানে নিজের ঘরে চলে যান তিনি। পরে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায় না। এরপর দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন সোনিয়া। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সোনিয়া আক্তারের গ্রামের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার বাদ্দিপুরে। ঢাকার কামরাঙ্গীরচর রসুলপুরে ৩ নম্বর গলির পুরাঘাট এলাকার একটি বাসায় স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন তিনি।
এ বিষয়ে সোনিয়ার স্বামী ইয়াসিন বলেন, বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আমার সঙ্গে স্ত্রীর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে অভিমানে নিজের ঘরে চলে যান তিনি। পরে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায় না। এরপর দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন সোনিয়া। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।