আসছে কাজী শুভর কন্ঠের মৌলিক গান 'তুই তো আপন হইলি না'। গানটি লিখেছেন গীতিকার জুয়েল মুন্সী ও সুর করেছেন কণ্ঠশিল্পী নিজেই। সঙ্গীত পরিচালনায় ছিলেন আহমেদ সজীব।
গানটি চমৎকার মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে, আগামী শুক্রবার কাজী শুভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শেখ সাকিব, আঁখি চৌধুরী,মেঘদুত বিপ্লব ও ইরিনা ইয়াছমিন। ভিডিও পরিচালনায় ছিলেন রেজা মাহমুদ। এডিট কালার করেছেন এসকে জয়।
জানতে চাইলে গীতিকার জুয়েল মুন্সী বলেন, গানটি সব মিলিয়ে অসাধারণ হয়েছে,আশা করছি সবার প্রশংসা কুড়াবে ,কাজী শুভ ভাইয়ের সাথে এর আগেও কাজ করেছি এবং শিঘ্রই আমার লেখা আরো একটি মৌলিক গান আসবে শুভ ভাইয়ের কন্ঠে। এই গানটি বরাবরের মতই শুভ ভাই অসাধারণ গেয়েছেন,আমার বিশ্বাস গানটি সবার ভালোবাসা কুড়াবে।