ইসরায়েলের অভিযানে জিম্মি উদ্ধারের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির পুলিশ বিভাগ। এক সেনার হেলমেট ক্যামেরায় ধারণ করা হয় ভিডিওটি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সিএনএন।
ইসরায়েলের বিশেষ ইউনিটের কমান্ডো অভিযানের দৃশ্য দেখা যায় এতে। রাইফেল তাক করে গুলি ছুড়তে ছুড়তে একটি ভবনের ভেতরে প্রবেশ করে সেনারা। গোলাগুলির আওয়াজও পাওয়া যায় ভিডিওতে। দ্বিতীয় তলায় সন্ধান মেলে জিম্মিদের। যদিও ভিডিওর স্থান ও সময় সম্পর্কে নিশ্চিত করতে পারেনি কোনো গণমাধ্যম।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাফার এই উদ্ধার অভিযানের খবর জানায় আইডিএফ। তাদের দাবি, রাফায় হামাসের গোপন আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয় দুই জিম্মি। হেলিকপ্টার গানশিপ থেকেও চলে হামলা। হতাহত হয় বহু ফিলিস্তিনি। উদ্ধারের পর হেলিকপ্টারে করে দেশে ফিরিয়ে নেয়া হয় লুইস হেয়ার এবং সায়মন মারমান নামের দুই ইসরায়েলিকে।
ইসরায়েলের বিশেষ ইউনিটের কমান্ডো অভিযানের দৃশ্য দেখা যায় এতে। রাইফেল তাক করে গুলি ছুড়তে ছুড়তে একটি ভবনের ভেতরে প্রবেশ করে সেনারা। গোলাগুলির আওয়াজও পাওয়া যায় ভিডিওতে। দ্বিতীয় তলায় সন্ধান মেলে জিম্মিদের। যদিও ভিডিওর স্থান ও সময় সম্পর্কে নিশ্চিত করতে পারেনি কোনো গণমাধ্যম।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাফার এই উদ্ধার অভিযানের খবর জানায় আইডিএফ। তাদের দাবি, রাফায় হামাসের গোপন আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয় দুই জিম্মি। হেলিকপ্টার গানশিপ থেকেও চলে হামলা। হতাহত হয় বহু ফিলিস্তিনি। উদ্ধারের পর হেলিকপ্টারে করে দেশে ফিরিয়ে নেয়া হয় লুইস হেয়ার এবং সায়মন মারমান নামের দুই ইসরায়েলিকে।