লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একাধিক শহরে চালানো এ সিরিজ হামলায় প্রাণ গেছে কমপক্ষে নয়জনের। নিহতের তালিকায় দুই হিজবুল্লাহ যোদ্ধা থাকলেও বাকিরা সবাই বেসামরিক। খবর রয়টার্সের।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বুধবার দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে এ হামলা চালানো হয়। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি এক সেনা নিহতের জেরে এমন হামলা চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের।
আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর একাধিক ঘাঁটি টার্গেট করেছে ইহুদি বাহিনী। আক্রান্ত হয়েছে নাবাতিয়ে, সৌয়ানেহ, আদচিতসহ অন্তত ছয়টি শহর। বিধ্বস্ত একাধিক ভবন। নিহতের তালিকায় দুই হিজবুল্লাহ যোদ্ধা থাকলেও বাকিরা সবাই বেসামরিক। নাবাতিয়ে শহরে মৃত্যু হয়েছে একই পরিবারের চারজনের। এদের মধ্যে দু’জন নারী।
এছাড়াও সৌয়ানেহ শহরে প্রাণ হারিয়েছে মা ও দুই শিশু। এর আগে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের সাফেদ অঞ্চলের সামরিক ঘাঁটিতে রকেট হামলায় এক সেনার মৃত্যু ও সাতজন আহত হয়। দায় স্বীকার করে হিজবুল্লাহ। প্রতিশোধে হামলা জোরদারের ঘোষণা দিয়েছিল তেল আবিব।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বুধবার দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে এ হামলা চালানো হয়। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি এক সেনা নিহতের জেরে এমন হামলা চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের।
আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর একাধিক ঘাঁটি টার্গেট করেছে ইহুদি বাহিনী। আক্রান্ত হয়েছে নাবাতিয়ে, সৌয়ানেহ, আদচিতসহ অন্তত ছয়টি শহর। বিধ্বস্ত একাধিক ভবন। নিহতের তালিকায় দুই হিজবুল্লাহ যোদ্ধা থাকলেও বাকিরা সবাই বেসামরিক। নাবাতিয়ে শহরে মৃত্যু হয়েছে একই পরিবারের চারজনের। এদের মধ্যে দু’জন নারী।
এছাড়াও সৌয়ানেহ শহরে প্রাণ হারিয়েছে মা ও দুই শিশু। এর আগে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের সাফেদ অঞ্চলের সামরিক ঘাঁটিতে রকেট হামলায় এক সেনার মৃত্যু ও সাতজন আহত হয়। দায় স্বীকার করে হিজবুল্লাহ। প্রতিশোধে হামলা জোরদারের ঘোষণা দিয়েছিল তেল আবিব।