চলতি মৌসুমের পারফরম্যান্সে সবার নজরে এসেছে বেয়ার লেভারকুজেন। মৌসুম শুরুর আগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা ছিল মরিচীকার মত। কারণ বুন্দেস লিগা মানেই এখানে বায়ার্ন মিউনিখের রাজত্ব, আর এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডটর্মুন্ড। তবে হিসাবনিকাশ উল্টে-পাল্টে দিয়েছে লেভারকুজেন নামে পরিচিতি পাওয়া দলটি। এক প্রতিবেদনে জার্মান বুন্দেসলিগা ওয়েবসাইট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই বায়ার্নের ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসিয়েছে জাভি আলোনসোর দল। আগামী শনিবার (২৪ ফেব্রুয়ারি) মাইঞ্জের বিপক্ষে হার এড়াতে পারলে বায়ার্নের সেই রেকর্ডকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠবে তারা। যে কারণে লেভারকুসেনের দায়িত্ব নেওয়ার ৫০০তম দিন পূরণ করা নিয়েও উচ্ছ্বসিত নন জাভি আলোনসো।
এরইমধ্যে, দারুণ কিছু মাইলফলক নিজেদের করে নিয়েছে আলোনসোর দলটি। বুন্দেসলিগায় অপরাজিত থাকার রেকর্ডটি এত দিন পর্যন্ত এককভাবে দখলে ছিল বায়ার্ন মিউনিখের। তবে লিগ ম্যাচে হাইডেনহেইমকে ২-১ গোলে হারিয়ে সেই রেকর্ডে এখন ভাগ বসিয়েছে শিরোপা প্রত্যাশী লেভারকুজেন।
এর আগে, ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩২ ম্যাচে অপরাজিত ছিল বায়ার্ন। অন্যদিকে, ২০১১-১২ মৌসুমে ৩৮ ম্যাচ অপরাজিত থেকে সিরি ‘আ’র চ্যাম্পিয়নস হয় য়্যুভেন্টাস। এরপর অবশ্য ইউরোপীয় শীর্ষ পাঁচ লিগে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারেনি আর কোন দল। তবে এবার সুযোগ এসেছে লেভারকুযেনের সামনে। সে জন্য আর ১২ ম্যাচে অপরাজিত থাকতে হবে জাভি আলোনসোর দলকে। যা তাদের পৌঁছে দেবে অনন্য এক উচ্চতায়।
প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই বায়ার্নের ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসিয়েছে জাভি আলোনসোর দল। আগামী শনিবার (২৪ ফেব্রুয়ারি) মাইঞ্জের বিপক্ষে হার এড়াতে পারলে বায়ার্নের সেই রেকর্ডকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠবে তারা। যে কারণে লেভারকুসেনের দায়িত্ব নেওয়ার ৫০০তম দিন পূরণ করা নিয়েও উচ্ছ্বসিত নন জাভি আলোনসো।
এরইমধ্যে, দারুণ কিছু মাইলফলক নিজেদের করে নিয়েছে আলোনসোর দলটি। বুন্দেসলিগায় অপরাজিত থাকার রেকর্ডটি এত দিন পর্যন্ত এককভাবে দখলে ছিল বায়ার্ন মিউনিখের। তবে লিগ ম্যাচে হাইডেনহেইমকে ২-১ গোলে হারিয়ে সেই রেকর্ডে এখন ভাগ বসিয়েছে শিরোপা প্রত্যাশী লেভারকুজেন।
এর আগে, ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩২ ম্যাচে অপরাজিত ছিল বায়ার্ন। অন্যদিকে, ২০১১-১২ মৌসুমে ৩৮ ম্যাচ অপরাজিত থেকে সিরি ‘আ’র চ্যাম্পিয়নস হয় য়্যুভেন্টাস। এরপর অবশ্য ইউরোপীয় শীর্ষ পাঁচ লিগে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারেনি আর কোন দল। তবে এবার সুযোগ এসেছে লেভারকুযেনের সামনে। সে জন্য আর ১২ ম্যাচে অপরাজিত থাকতে হবে জাভি আলোনসোর দলকে। যা তাদের পৌঁছে দেবে অনন্য এক উচ্চতায়।