ইউক্রেনের রাশিয়া অধিকৃত পূর্বাঞ্চলে মিসাইল হামলায় অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছে। দোনেৎস্কের একটি প্রশিক্ষণ এলাকায় এ হামলা হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, দোনেৎস্কের ওই স্থানে এক সিনিয়র রুশ কমান্ডারের আগমন উপলক্ষে সেনারা জড়ো হয়েছিলো। সে সময়, সেনাদের জমায়েত লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের তৈরি অন্তত দু’টি হাইমার্স মিসাইল ছোঁড়া হয়। হামলার ঘটনার ভিডিও ফুটেজে অনেক মৃতদেহ দেখা গেছে।
রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তারা হামলার কথা স্বীকার করলেও, নিহতের সংখ্যা জানায়নি। তবে, এ হামলা ও হতাহতের সংখ্যা নিয়ে রাশিয়া ও ইউক্রেন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, দোনেৎস্কের ওই স্থানে এক সিনিয়র রুশ কমান্ডারের আগমন উপলক্ষে সেনারা জড়ো হয়েছিলো। সে সময়, সেনাদের জমায়েত লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের তৈরি অন্তত দু’টি হাইমার্স মিসাইল ছোঁড়া হয়। হামলার ঘটনার ভিডিও ফুটেজে অনেক মৃতদেহ দেখা গেছে।
রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তারা হামলার কথা স্বীকার করলেও, নিহতের সংখ্যা জানায়নি। তবে, এ হামলা ও হতাহতের সংখ্যা নিয়ে রাশিয়া ও ইউক্রেন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।