লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এ ছাড়া এই পুরস্কারের জন্য আরও দুই তারকা মনোনীত হয়েছেন। তারা হলেন— ম্যানচেস্টার সিটির তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ড এবং রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।
এর মধ্যে মেসি ও হালান্ড লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দি ইয়ারের জন্য মনোনীত হয়েছেন। তাদের সঙ্গে ওই তালিকায় আছেন নোভাক জোকোভিচ, মুন্ডো ডুপলানটিস, ম্যাক্স ভার্সাটাপেনরা।
২০ বছর বয়সি জুড বেলিংহাম লরিয়াস ওয়ার্ল্ড ব্রেক থ্রু অব দি ইয়ারের তালিকায় আছেন। লিন্ডা কেইসেদো, কোকো গাউফ, সালমা প্যারালাউলোরা। মেসি এবার লরিয়াস জিতলে এক বছরে পুরস্কারের হ্যাটট্রিক হবে তার। গত ১২ মাসের মধ্যে তিনি ব্যালন ডিঅর ও ফিফা দ্য বেস্ট জিতেছেন।
এর মধ্যে মেসি ও হালান্ড লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দি ইয়ারের জন্য মনোনীত হয়েছেন। তাদের সঙ্গে ওই তালিকায় আছেন নোভাক জোকোভিচ, মুন্ডো ডুপলানটিস, ম্যাক্স ভার্সাটাপেনরা।
২০ বছর বয়সি জুড বেলিংহাম লরিয়াস ওয়ার্ল্ড ব্রেক থ্রু অব দি ইয়ারের তালিকায় আছেন। লিন্ডা কেইসেদো, কোকো গাউফ, সালমা প্যারালাউলোরা। মেসি এবার লরিয়াস জিতলে এক বছরে পুরস্কারের হ্যাটট্রিক হবে তার। গত ১২ মাসের মধ্যে তিনি ব্যালন ডিঅর ও ফিফা দ্য বেস্ট জিতেছেন।