ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গোপালগঞ্জে দুর্বৃত্তদের বোমা হামলায় বাবা-ছেলে আহত

আপলোড সময় : ২৪-০৪-২০২৪ ১০:৪০:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০৪-২০২৪ ০৭:২৩:০০ অপরাহ্ন
গোপালগঞ্জে দুর্বৃত্তদের বোমা হামলায় বাবা-ছেলে আহত সংগৃহীত
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতরা হলেন, মাসুদ শেখ (৪৫) ও তার ছেলে আব্দুল্লাহ শেখ (৪)।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুদ শেখ রাত ৯টার দিকে ছেলেকে নিয়ে জেলা সদর থেকে বাড়িতে ফেরে। এ সময় ঘরে ঢোকার আগেই বাড়ির উঠানে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এতে বাবা-ছেলে দুজনেই গুরুতর আহত হন।

ওসি মো. আনিচুর রহমান আরও বলেন, ঘটনা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। এছাড়া পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ