ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ‘কালো জাদুর’ অভিযোগে পরিবেশমন্ত্রী গ্রেফতার

আপলোড সময় : ২৯-০৬-২০২৪ ০৯:৩৩:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৬-২০২৪ ০৯:৩৩:২৮ পূর্বাহ্ন
মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ‘কালো জাদুর’ অভিযোগে পরিবেশমন্ত্রী গ্রেফতার সংগৃহীত
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুকে ‘কালো জাদু’র অভিযোগে দেশটির পরিবেশমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের জন্য এক সপ্তাহ হেফাজতে রাখা হয়েছে তাকে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম মালায় মেইল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার হওয়া ফাথিমাত শামনাজ আলী সালিম মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী।

মালদ্বীপের জনসংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। দেশটিতে প্রায় ৯৯ শতাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী। দেশটিতে কাউকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামে কালো জাদু নিষিদ্ধ রয়েছে। তাই ইসলামি আইনের অধীনে এ ধরনের অপরাধের দায়ে জড়িত ব্যক্তিদের ছয় মাসের কারাদণ্ড হতে পারে। 

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ