ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

জাতিসংঘে পাঠানো চিঠি গণমাধ্যমে প্রকাশ দুঃখ জনক: পররাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৯-১২-২০২৩ ০১:২৪:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০১-২০২৪ ১২:০৩:২৭ অপরাহ্ন
জাতিসংঘে পাঠানো চিঠি গণমাধ্যমে প্রকাশ দুঃখ জনক: পররাষ্ট্রমন্ত্রী ছবি:ফাইল ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বাংলাদেশ বিশ্বের নানা প্রান্তের অযথা অযৌক্তিক রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে জাতিসংঘকে চিঠি দিয়েছে পরাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের কাছে বাংলাদেশ গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা আশা করেছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।মাস খানেক পূর্বের এই চিঠিটি গণমাধ্যমে প্রকাশ করা অযৌক্তিক বলে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ।

আরো পড়ুনঃ৭ টি আসন দেয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন , হাসানুল হক ইনু


নির্বাচনকে সামনে রেখে সরকারের উপর নানা ধরনের চাপ তৈরি করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সরকারের সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে বারবার পশ্চিমা রাষ্ট্রদূতের শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ তুলে সতর্ক করা হলেও,অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আগ্রহ কমেনি তাদের এ বিষয়ে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

গত মাসে জাতিসংঘের মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিত, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন নির্বাচন ইস্যুতে বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।

শুক্রবার চিঠিটি গনমাধ্যমে আস, সেখানে দেখাযায় আসন্ন নির্বাচনকে ঘিরে বাংলাদেশে বিভিন্ন মহলে থেকে অযাচিত অযুক্তিক আরোপিত রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে, এই প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক উন্নয়নে গঠন মূলক ভূমিকা রাখতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন ঢাকা।

চিঠিতে আরো উল্লেখ করে বলা হয়, শেখ হাসিনা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আয়োজন করতেই সংকল্পবদ্ধ।কিন্তু একই সঙ্গে বিক্ষোভের নামে সরকারি ও বেসরকারি সম্পত্তি পোড়ালে ও মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা তিনি সহ্য করবেননা।যা বিরোধী দল নিয়মিত করে আসছে।

চিঠিতে আরো বলা হয় শেখ হাসিনা তার ১৫ বছরের মেয়াদে  জাতীয় নির্বাচন,আঞ্চলিক নির্বাচন,মেয়র নির্বাচন উপনির্বাচন সহ হাজারো নির্বাচনের আয়োজন করেছেন আর সবগুলো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে উল্লেখ করেন।এই চিঠিতে জাতিসংঘের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সহযোগিতার কথাও তুলে ধরা হয় বড় অংশজুড়ে।


চিঠির বিষয়ে সিলেটে সাংবাদিকদের  পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি ছিল বাংলাদেশের পক্ষ থেকে ব্যক্তি পর্যায়ের চিঠি এ তথ্য গণমাধ্যমে প্রকাশ হওয়া দুঃখ জনক।জাতিসংঘে আমরা গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে, সেই সময় অনেকের সঙ্গেই সাক্ষাৎ হয়।

আমাদের একটি রেওয়াজ আছে যাদের সঙ্গে আলাপ আলোচনা হয়, দেখা-সাক্ষাৎ হয় তাদের একটি ধন্যবাদপত্র দেওয়ার।এবারও সেটাই হয়েছে। ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমাদের যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেসব কথাবার্তা চিঠিতে উল্লেখ করা ছিল; যা একান্ত ব্যক্তিগত চিঠি। আর এটা খামাখা একটি পত্রিকা ছেপে দিয়েছে। এটা বড় লজ্জার বিষয়।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ