ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

৭ টি আসন দেয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন , হাসানুল হক ইনু

জ্যেষ্ঠ প্রতিবেদক
আপলোড সময় : ১৫-১২-২০২৩ ১১:৩২:২১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৩ ০৭:৪৩:৪৪ অপরাহ্ন
৭ টি আসন দেয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন , হাসানুল হক ইনু ছবি:ফাইল ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগের শরিকদের আসন ভাগাভাগির হিসাব।১৪ দলের শরীকদের আপাতত ৭ টি আসন ছেড়ে দিবে আওয়ামী লীগ।

আরো পড়ুনঃজাতিসংঘে পাঠানো চিঠি গণমাধ্যমে প্রকাশ দুঃখ জনক: পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ১৪ দলের জোটের সমন্বয়ক ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।তিনি জানান  জাসদকে ৩ টি, ওয়ার্কার্স পার্টিকে ৩টি, এবং জেপিকে দেয়া হবে ১টি আসন। 

কুষ্টিয়া-২, লক্ষীপুর -৪, ও বগুড়া-৪ আসন, জাসদ এর জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে ওয়ার্কার্স পার্টিকে দেওয়া হয়েছে বরিশাল-৩, রাজশাহী -২, সাতক্ষীরা -১ আসন।আর জেপি পাচ্ছে পিরোজপুর-২,আসন।এবার জোটের অন্য শরিক তরিকত ফেডারেশন কে কোনো আসন দেওয়া হয়নি।

১৪ দলের শরিকদের ৭ টি আসন দেয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, গতকাল এক ভিডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রীর কাছে আসন বন্টনের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।তিনি আরো বলেন  আসন বৃদ্ধি করা পাশাপাশি সতন্ত্র প্রার্থী তুলে নেওয়া দরকার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একটা জরুরী বৈঠকের বৃত্তিতে চূড়ান্ত আলোচনা এবং এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা বাঞ্ছনীয়।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ