ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গাজীপুরের শ্রীপুরে নৌকার মাঝির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুমন গাজী
আপলোড সময় : ১৪-১২-২০২৩ ০৯:০০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১২-২০২৩ ০৯:০৯:১১ অপরাহ্ন
গাজীপুরের শ্রীপুরে নৌকার মাঝির মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবি:ভয়েস প্রতিদিন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করেছেন গাজীপুর ৩ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি

আরো পড়ুনঃএকদিন পর চালু হলো ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ধনুয়া হাজী মার্কেট হাজী প্রি ক্যাডেট স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও আবুল হাসেম, যুবলীগ নেতা উমর ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাজীপুর ৩ আসনের মানুষের ভাগ্য পরিবর্তন করতে আমি এমপি প্রার্থী হয়েছি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী আপনাদের মহা মূলবান ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জামিল হাসান দূর্জয়, শ্রীপুর পৌরসবার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মাদবর,গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ মুঞ্জু,জৈনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আমিজ উদ্দিনসহ গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ