বিএনপির অবরোধের মধ্যে গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে নাশকতার একদিন পর ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আরো পড়ুনঃগাজীপুরের শ্রীপুরে নৌকার মাঝির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজন্দ্রেপুর স্টেশনের অদূরে লাইন কেটে ট্রেনে নাশকতা চালায় দুর্বৃত্তরা।
এতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে নিহত হন একজন এবং আহত হন বেশ কয়েকজন। এছাড়া, ৬০০ ফুট রেল সড়ক ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল। সাড়ে ১৫ ঘণ্টা পর রেল কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় লাইন ট্রেন চলাচলের জন্য উপযোগী করে তোলে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোরে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং নিরাপদে মেরামত করা অংশ চলাচল করে। এছাড়া, ময়মনসিংহ থেকে কিছু সময়ের মধ্যে জামালপুর কমিউটার ট্রেন ও যমুনা এক্সপ্রেস ট্রেন মেরামত করা অংশ দিয়ে ঢাকা প্রবেশ করবে। এখন ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল হয়ে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিনটি ট্রেন চলাচল করেছে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain