ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সাজার মেয়াদ শেষ হলেও কারাগারে বন্দি ১৫৭ বিদেশি

আপলোড সময় : ২১-০১-২০২৪ ০১:৪০:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৪ ০১:৪০:৫৩ অপরাহ্ন
সাজার মেয়াদ শেষ হলেও কারাগারে বন্দি ১৫৭ বিদেশি সংগৃহীত
সাজার মেয়াদ শেষ হওয়ার পরও, দেশের কারাগারে বন্দি ১৫৭ বিদেশি নাগরিক। এরমধ্যে, ছয় মাসের সাজার মেয়াদ শেষে ২১ বছর ধরে কারাগারে এক ভারতীয় নাগরিক। এছাড়া পাঁচদিনের সাজায় ১০ বছর ধরে জেলে আরেকজন।

রোববার (২১ জানুয়ারি) আদালতে এমন প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে কারা অধিদফতরের। সাজার মেয়াদ শেষেও দেশের কারাগারে বন্দি রয়েছেন– সম্প্রতি এমন বিদেশিদের তালিকা চান হাইকোর্ট।

গত ১৫ জানুয়ারি, এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ১০ মার্চের মধ্যে কারা-মহাপরিদর্শককে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেন। ওই শুনানিতে সাজাভোগের পরও কারাবন্দী রাখা কেনো আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, সেটি জানতে চেয়ে রুল জারি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ